7735

05/13/2024 রায়পুর ও রামগঞ্জে পৃথক নির্বাচনি সহিংসতায় আহত ১৪

রায়পুর ও রামগঞ্জে পৃথক নির্বাচনি সহিংসতায় আহত ১৪

লক্ষ্মীপুর থেকে

১৯ নভেম্বর ২০২১ ০০:৪৭

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পৃথক সহিংসতার ঘটনায় ১৪ জন আহত হয়েছেন।

বুধবার রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবদুর রব (মোরগ) ও মাইন উদ্দিনের (টিউবওয়েল) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাতে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থী নিজেদের সমর্থকদের নিয়ে মিছিল করেন। দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে উভয় পক্ষের নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১০ জন আহত হন। তবে এ ঘটনায় আবদুর রব ও মাইন উদ্দিনের কোনো ক্ষতি হয়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই দিন রাতে জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনোয়ার হোসেন জানান, সংঘর্ষে চার থেকে ৫ জন আহত হয়েছেন। তবে এখনো দুই চেয়ারম্যান প্রার্থী থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]