7709

05/18/2024 সুনামগঞ্জে চেয়ারম্যান হতে দুই বান্ধবীর লড়াই

সুনামগঞ্জে চেয়ারম্যান হতে দুই বান্ধবীর লড়াই

সুনামগঞ্জ থেকে

১৭ নভেম্বর ২০২১ ০৯:৫৭

সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নের দুই বান্ধবী সালমা ও চম্পা একসঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করেন। ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের তৃতীয় দফায় দুজনই চেয়েছিলেন নৌকার মনোনয়ন।

নৌকার প্রার্থী মোছা. ছালমা আক্তার চৌধুরী বলেন, আমি যেখানে যাচ্ছি, নারী পুরুষ সকলেই উৎসাহ দিচ্ছেন। কারণ আমি জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। আমাকে ভোট দিলে নেত্রী খুশী হবেন।

একইভাবে ভোটারদের মন জয় করতে দিনরাত পরিশ্রম করেছেন মোছা. চম্পা বেগম। তিনি বলেন, নির্বাচিত হলে সবার আগে নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করবো।

হরিনগর গ্রামের এক বাসিন্দা বলেন, গৌরারং ইউনিয়নে এর আগে কোনো নারী চেয়ারম্যান প্রার্থী হয়নি। কিন্তু ছালমা ও চম্পা দুই বান্ধবী হলেও দুই প্রতীক নিয়ে নির্বাচন করছে। এজন্য পুরো ইউনিয়নে বাড়তি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে।

তিনি বলেন, গৌরারং ইউনিয়নে আগে কখনো কোনো নারী চেয়ারম্যান প্রার্থী হয়নি। এবার একজন নয়, দুজন প্রার্থী হয়েছেন। তাদের প্রচারণায় আমরা উৎস দিচ্ছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]