7697

05/19/2024 পরীক্ষা দেরিতে হওয়ায় আগামী বছর তা সমন্বয় করা হবে

পরীক্ষা দেরিতে হওয়ায় আগামী বছর তা সমন্বয় করা হবে

চাঁদপুর থেকে

১৭ নভেম্বর ২০২১ ০০:৫৭

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা আট মাস দেরিতে শুরু হওয়ায় আগামী বছর তা সমন্বয় করা হবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বে এখন মহামারি চলছে। মহামারির কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে। তার মধ্যে আমরা যে এই পাবলিক পরীক্ষাগুলো নিতে পারছি সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের করোনা পরিস্থিতিকে সামাল দিয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবাই যেভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেছে সেজন্য ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এখন পরীক্ষা দিতে যত সময় দেরি হয়েছে পরবর্তী সময়ে আমরা তা সমন্বয় করবো। কারও অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আগামী বছরের পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ নেই। তবে এ বছরের মতো এত দেরি হবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]