7689

05/18/2024 ভারতে মহিষ দুধ না দেওয়ায় মামলা

ভারতে মহিষ দুধ না দেওয়ায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২১ ০৮:১৬

ভারতের মধ্যপ্রদেশে মহিষ দুধ না দেওয়ায় মামলা করেছেন এক কৃষক। রোববার রাজ্যের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কৃষকের অভিযোগ তার মহিষ দুধ দোহন করতে দিচ্ছে না। সম্ভবত জাদুটোনার প্রভাবে সে এই কাজ করছে।

উপ-পুলিশ সুপার অরবিন্দ শাহ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘বাবু লাল জাদব নামের এই গ্রামবাসী শনিবার নয়াগাও থানায় অভিযোগ করেছেন।প্রায় দুদিন ধরে তার মহিষ দুধ দোহন করতে দিচ্ছে না। অন্যান্য গ্রামবাসী তাকে জানিয়েছেন, জাদুটোনার প্রভাবের কারণে মহিষটি দুধ দোহন করতে দিচ্ছে না।’

থানায় অভিযোগ দায়েরের চার ঘণ্টা পর ওই কৃষক মহিষ নিয়ে ফের পুলিশের কাছে আসেন। এসময় তিনি পুলিশের কাছে সাহায্য চান।

অরবিন্দ শাহ বলেন, ‘আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি ওই গ্রামবাসীকে পশু চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য। রোববার সে থানায় এসে পুলিশকে ধন্যবাদ দিয়ে জানিয়েছে, সকাল থেকে তার মহিষ দুধ দেওয়া শুরু করেছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]