7660

05/19/2024 আইএফআইসি ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, আটক ৩

আইএফআইসি ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২১ ০১:৪০

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাজধানীর বাড্ডায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার দেয়াল ভাঙা দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে একজনকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও ২ জনকে আটক করা হয়।

এ ঘটনায় রোববার ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করে। মামলার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে। এ বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]