7655

05/17/2024 এক কালো পোয়ার দাম ১০ লাখ টাকা!

এক কালো পোয়ার দাম ১০ লাখ টাকা!

কক্সবাজার থেকে

১৪ নভেম্বর ২০২১ ২১:৪৭

কক্সবাজার শহরের নুনিয়াছড়া ফিশারি ঘাটে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের সামুদ্রিক একটি কালো পোয়া মাছ ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার বিকেলে মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ ইসহাক আড়ৎ থেকে মাছটি কিনেন।

ইসহাক বলেন, ‘কালো পোয়া মাছটি কিনে এটার পেটের ভেতরে থাকা বায়ুথলী বের করে নিয়েছি। বায়ুথলীটির ওজন হয়েছে ৬৯৭ গ্রাম। এটি হংকংয়ে রপ্তানি করব।’

তিনি বলেন, ‘হংকংয়ের ক্রেতার সাথে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে। টেকনাফের সালেহ আহমদের মালিকানাধীন একটি মাছধরা নৌকায় শনিবার সকালে এ মাছটি ধরা পড়ে।’

ইসহাক আরও বলেন, সামুদ্রিক কালো পোয়া মাছের মণপ্রতি দাম হচ্ছে ১০ লাখ টাকা। হংকংয়ে এসব মাছের বায়ুথলী রপ্তানি হয় গ্রেড হিসাবে।

তিনি জানান, গত বছর তিনি সেন্টমার্টিন্স থেকে এরকম একটি ৩৭ কেজি ৮০০ গ্রাম ওজনের কালো পোয়া মাছ কিনেছিলেন ৮ লাখ টাকায়।

কক্সবাজার সামুদ্রিক মৎস্য ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, মাছটি সামুদ্রিক জো ফিস প্রজাতির। এসব মাছের বায়ুথলী সাধারণত তিনটি কাজে ব্যবহৃত হয়ে থাকে। প্রথমত সার্জিক্যাল কাজে ব্যবহারের সুতা হিসাবে, ২য়ত ভিটামিন-ই ক্যাপসুল তৈরি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]