7617

08/02/2025 মারা গেছেন ম্যান্ডেলাকে মুক্তির নির্দেশদাতা প্রেসিডেন্ট

মারা গেছেন ম্যান্ডেলাকে মুক্তির নির্দেশদাতা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর ২০২১ ১৪:০৬

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নেলসন ম্যান্ডেলাকে মুক্তির নির্দেশদাতা দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কেপ টাউনের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এফ ডব্লিউ ডি ক্লার্ক ফাউন্ডেশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘মেসোথেলিওমা ক্যান্সারের লড়াইয়ের পর সাবেক প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক আজ সকালে ফ্রেসনাইতে তার নিজ বাড়িতে শান্তির সঙ্গে মারা গেছেন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]