7610

04/30/2025 গাজীপুরের শ্রীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

গাজীপুরের শ্রীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কালীগঞ্জ (গাজীপুর) থেকে

১২ নভেম্বর ২০২১ ০৯:০০

গাজীপুরের শ্রীপুরে মাওনা-বরমী সড়কে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ড্রাম ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহরম আলী নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৪ জন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন রাসেল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বরমী থেকে মাওনাগামী মাটি বহনকারী ড্রাম ট্রাক ওই সড়কের তেলিহাটি ভূমি অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মহরম আলী ঘটনাস্থলে মারা যান।

তিনি আরও জনান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]