7531

05/19/2024 বড় সিলেবাসে আর পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

বড় সিলেবাসে আর পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৮ নভেম্বর ২০২১ ০৯:৩৫

পরীক্ষার ভয় আর অনেক বইয়ের চাপ থেকে মুক্ত হতে বড় সিলেবাসে আর পরীক্ষা হবে না। সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শিক্ষামন্ত্রী বলেছেন, ‘শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে এ নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হলো-শিক্ষা হবে আনন্দময়।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]