7528

01/29/2026 ধর্মান্ধরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়: কৃষিমন্ত্রী

ধর্মান্ধরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৮ নভেম্বর ২০২১ ০৮:৩৭

ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষকে ধর্মের নামে হত্যা করেছিল, ২ লাখ মা-বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারা এখনও সক্রিয়। এরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, পূজামণ্ডপে হামলা করে।

এরাই এখনও মেয়েদেরকে পড়াশোনা করতে দিতে চায় না, নারীদের অগ্রগতিতে বাধা দেয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

রোববার (৭ নভেম্বর) ঢাকার টিকাটুলিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কৃষিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও ধর্মান্ধতা রুখতে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। তোমরা সম্ভাবনাময় আগামী প্রজন্ম। তোমরাই জঙ্গিবাদ ও ধর্মান্ধতা মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]