7516

05/17/2024 ভাড়া বাড়াতে বিআরটিএ’র সঙ্গে বৈঠকে পরিবহন মালিকরা

ভাড়া বাড়াতে বিআরটিএ’র সঙ্গে বৈঠকে পরিবহন মালিকরা

নিজস্ব প্রতিবেদক

৮ নভেম্বর ২০২১ ০০:৪৪

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের অচলাবস্থা কাটাতে ধর্মঘটের ৩য় দিন (৭ নভেম্বর) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।

রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।

বিআরটিএর উপ-পরিচালক (প্রশাসন) (উপসচিব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আজকের সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। আর এতে অংশ নিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

তিনি বলেন, বৈঠকের পর নতুন ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে‌‌।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]