7507

05/16/2024 রাজধানীতে পাঁচদিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৮

রাজধানীতে পাঁচদিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৮

নিজস্ব প্রতিবেদক

৭ নভেম্বর ২০২১ ০৬:৩৬

ঢাকা মহানগর এলাকায় চুরি, ছিনতাই, নাশকতা, বিশৃঙ্খলা, মাদক, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের ৫ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ৭৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশেষ এই অভিযানটি সোমবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীজুড়ে পরিচালিত হয়।

শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশেষ এই অভিযানের সময় ২ কেজি ৭৪২.৫ গ্রাম ও ১ হাজার ২০৭ পুরিয়া হেরোইন, ৪২ হাজার ৩১২ পিস ইয়াবা, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল, এক ক্যান বিয়ার, এক বোতল বিদেশি মদ, ৫৬ লিটার দেশি মদ, ২৮টি নেশাজাতীয় ট্যাবলেট ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫টি চাপাতি, ১২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি ক্ষুর, ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮০টি মামলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]