7497

05/16/2024 মৌলভীবাজারের লোকালয় থেকে শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের লোকালয় থেকে শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজার থেকে

৬ নভেম্বর ২০২১ ২৩:১২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের আইনজীবী দিপু বাবুর বাড়ি থেকে শুক্রবার রাতে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।

বন বিভাগের মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ সাপটি উদ্ধার করে। এতে সহযোগিতা করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

বৃহস্পতিবার রাতে খবর পেয়ে বন বিভাগের মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও শ্রীমঙ্গল বন্যপ্রাণী অফিসের এফজি সুব্রত সরকার ও তাজুল ইসলাম সাপটি উদ্ধার করেন। উদ্ধারের পর সাপটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, স্বাস্থ্য পরীক্ষার পর সাপটিকে দু’এক দিনের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]