7482

05/17/2024 ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে মারা যেতে পারে ৫ লাখ মানুষ: হু

ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে মারা যেতে পারে ৫ লাখ মানুষ: হু

আন্তর্জাতিক ডেস্ক

৬ নভেম্বর ২০২১ ০৩:৩৫

ইউরোপে আবারও নতুন করে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া 'গভীর উদ্বেগ' সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও/হু) আশঙ্কা করছে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মহাদেশটিতে আরও ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে। সূত্র: বিবিসি।

বৃহস্পতিবার ডব্লিউএইচও’র ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুজ বলেন, ভ্যাকিসিন না নেওয়া করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার মূল কারণ। আমাদেরকে আবশ্যই করোনার বিরুদ্ধে চলমান লড়াইয়ে কৌশলে পরিবর্তন আনতে হবে। নতুন করে সংক্রমণ শুরুর প্রাথমিক পর্যায় থেকেই তা প্রতিহত করতে হবে।

হ্যান্স ক্লুজ অভিযোগ করে বলেন, জনস্বাস্থ্য নিয়ে এক ধরনের শিথিলতা ইউরোপ জুড়ে দেখা যাচ্ছে। এর ফলে ইউরোপ ও মধ্য এশিয়ার ৫৩টি দেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত এই অঞ্চলে ডব্লিউএইচও ১৪ লাখ মানুষের মৃত্যু নথিভুক্ত করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]