7476

05/18/2024 বরগুনার সব রুটে যান চলাচল বন্ধ

বরগুনার সব রুটে যান চলাচল বন্ধ

বরগুনা থেকে

৫ নভেম্বর ২০২১ ২০:০০

ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম হঠাৎ করে বাড়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গার মতন বরগুনার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে যাত্রীবাহী সব ধরনের যান বন্ধ থাকায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, সরকার বাস মালিক শ্রমিকদের কথা চিন্তা না করেই প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বাড়িয়েছে। কিন্তু বাস মালিকরা যদি ৫ টাকাও ভাড়া বাড়ান তাহলে সেটা ফলাও করে প্রচার হয়। যাত্রীরা আন্দোলনেও নামেন।

তিনি আরও বলেন, বাস চালাতে গেলে রাস্তার খরচ, ড্রাইভার-হেলপার বেতনসহ খাতে খরচ হয়। এরমধ্যে তেলের দাম লিটারে ১৫ টাকা বেশি। জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে না আনলে অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত বহাল থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]