7471

05/16/2024 টাঙ্গাইলে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ ঘোষণা

টাঙ্গাইলে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ ঘোষণা

টাঙ্গাইল থেকে

৫ নভেম্বর ২০২১ ০৮:২৬

ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের গণপরিবহন মালিক ও শ্রমিকরা।

কাল সকাল থেকে জেলার সব গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানান জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি।

তিনি বলেন, ‘বাঁচার তাগিদে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছি। কেন্দ্রীয় কমিটির সম্মতি অনুসারে জেলা ও আঞ্চলিক মালিক আর শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আগামীকাল সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য এ জেলার বাস, ট্রাক ও কাভার্ডভ্যানসহ সব ধরনের ডিজেলচালিত গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পিকআপ মালিক ফেরদৌস আলম বলেন, ‘গাড়ির পার্টস, চাকাসহ মিস্ত্রি খরচ বৃদ্ধির কারণে ব্যবসায় এমনিই ধস নেমেছে। এরপরও মাসে আয় ছিল ২০ হাজার টাকা। এখন হঠাৎ করে লিটার প্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির কারণে পরিবহন ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে। ক্ষতিতে ব্যবসা করা সম্ভব নয় বলে তারা পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]