745

05/14/2024 তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়েতে কারাগারে থাকবেন পাপুল

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়েতে কারাগারে থাকবেন পাপুল

কূটনৈতিক প্রতিবেদক

১২ জুন ২০২০ ২০:৩২

কুয়েতে মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেফতার লক্ষ্মীপুর–২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন।

পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। এ বিষয়ে রবিবার তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে। খবর আরব টাইমসের।

গত শনিবার রাতে কুয়েতের মুশরিফ আবাসিক এলাকার বাসা থেকে পাপুলকে গ্রেফতার করে কুয়েত সিআইডি। রবিবার তাকে আদালতে হাজির করে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়। সোমবার তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় কুয়েতের আদালত।

কুয়েতে মুদ্রা ও মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কুয়েতি আদালতে সাক্ষ্য দিয়েছেন তারই প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী ৫ বাংলাদেশি। সাক্ষীদের সবাইকে কুয়েতে নিয়েছিলেন পাপুল। কুয়েতি আদালতকে তারা বলেন, ‘কুয়েত আসার জন্য তারা পাপুলকে তিন হাজার কুয়েতি দিনার করে দিয়েছেন। এ ছাড়া প্রতি বছর আকামা নবায়নের জন্য দিয়েছেন ৩০০ দিনার বা তারও বেশি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]