7428

05/19/2024 নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

নরসিংদী থেকে

৩ নভেম্বর ২০২১ ০৮:৩০

দেশের সর্ববৃহৎ কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত হয়ে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেলে একটি কাপড়ের দোকানে আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে মাধবদী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নরসিংদী ও আশপাশের এলাকা থেকে আরও ৬ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরমধ্যে ৩৫ দোকান পুড়ে যায়।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ডাম্পিংয়ের কাজ করছে। এ ঘটনায় বাবুরহাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আবদুল হালিম বলেন, আগুনে ৩৫ দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]