7427

01/11/2026 ওটিটি ছাড়ার ঘোষণা দিলেন নওয়াজউদ্দিন!

ওটিটি ছাড়ার ঘোষণা দিলেন নওয়াজউদ্দিন!

বিনোদন ডেস্ক

৩ নভেম্বর ২০২১ ০৮:১২

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম ওটিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় ও গুনী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এক সময় যার অভিনীত ‘স্যাক্রেড গেমস’-এর মতো শো-কে ঘিরেই ভারতে ওটিটি প্ল্যাটফরম জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই নওয়াজউদ্দিনই এবার ক্ষোভ উগরে দিলেন ওটিটির বিরুদ্ধে।

তিনি জানালেন, ওটিটি প্ল্যাটফর্মগুলি হয়ে উঠেছে ধান্দাবাজির জায়গা। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা বিভাগে সম্প্রতি মনোনীত হয়েছেন নওয়াজ। আর সেটি নেটফ্লিক্সে তার অভিনীত সিরিজ ‘সিরিয়াস মেন’-এর জন্যই।

কিন্তু তিনি ইতিমধ্যেই ওটিটিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কারণ তার মতে, এই প্ল্যাটফরমটা ইদানীং আবর্জনার স্তূপ হয়ে উঠেছে। এখানে এমন সব অপ্রয়োজনীয় শো দেখানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]