7408

05/08/2024 হাইল হাওর থেকে বিরল প্রজাতির বক উদ্ধার

হাইল হাওর থেকে বিরল প্রজাতির বক উদ্ধার

মৌলভীবাজার থেকে

২ নভেম্বর ২০২১ ০৮:৩০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর থেকে সোমবার (১ নভেম্বর) দুপুরে বিরল প্রজাতির একটি কালো বক উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।

বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মাছ ধরার বড়শিতে ধরা পড়ে কালো রঙের বকটি। অপরিচিত বক দেখে স্থানীয় এক মাছ শিকারি ফাউন্ডেশনের খবর দেয়। বকটি উদ্ধারের পর ফাউন্ডেশনে রাখা হয়।

তিনি জানান, বিকেলে বনবিভাগের সঙ্গে আলোচনা করে বকটি পাখি অভয়াশ্রম বাইক্কা বিলে অবমুক্ত করা হয়। এ পাখির বাংলা নাম কালিবক ও ইংরেজি নাম ব্লাক বিটার্ন। এরা কালো বগলা নামেও পরিচিত। কালো রঙের এ বক আগে দেখা গেলেও এখন সচরাচর চোখে পড়ে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]