7371

05/15/2024 চীনে টিকার আওতায় ১০৭ কোটির বেশি নাগরিক

চীনে টিকার আওতায় ১০৭ কোটির বেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর ২০২১ ১১:৩৯

চীনে ১০৭ কোটির বেশি মানুষকে মহামারি করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটির ৭৫.৮ শতাংশ জনগণ টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৩০ অক্টোবর) চীনের স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং এতথ্য জানান।

চীনের সরকারি তথ্য অনুযায়ী, দেশের ১৪১ কোটি মানুষের মধ্যে ২৯ অক্টোবর পর্যন্ত ১০৭ কোটি মানুষকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২২৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। সূত্র: রয়টার্স।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]