7352

05/02/2025 দাঁতের ব্যথা থেকে মুক্তি মিলবে ঘরোয়া ৪ টোটকায়

দাঁতের ব্যথা থেকে মুক্তি মিলবে ঘরোয়া ৪ টোটকায়

লাইফস্টাইল ডেস্ক

৩০ অক্টোবর ২০২১ ২১:২৮

বারবার ওষুধ না খেয়ে ঘরোয়া কয়েকটি টোটকা অনুসরণ করে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাবেন খুব সহজেই। চলুন জেনে নেই-

১. অনেক সময় দাঁতে খাবার আটকে থাকলেও ব্যথা হতে পারে। তাই হালকা গরম পানিতে লবণ মিশিয়ে ভালো করে কুলকুচি করুন। খাবারের টুকরো থাকলে বেরিয়ে যাবে। জীবাণুজনিত কোনো সংক্রমণ হয়ে থাকলেও মিলবে স্বস্তি।

২. দাঁতের ব্যথা কমানোর অব্যর্থ প্রাকৃতিক দাওয়াই হলো রসুন। রসুনে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান বিভিন্ন প্রদাহ কমায়। এজন্য কিছু রসুন বেটে নিন। তারপর এই রসুন বাটা দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন।

৩. দাঁতের সমস্যা কমাতে পেয়ারা পাতাও উপকারী। এজন্য কয়েকটি পেয়ারা পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে নিন। কিংবা একটি পাত্রে পানি গরম করে কয়েকটি পেয়ারা পাতা ফুটিয়ে নিন। এবার সেই পানি দিয়ে কুলকুচি করুন।

৪. দাঁতের ব্যথা কমাতে লবঙ্গও অনেক উপকারী। তবে ব্যথা কমাতে ২-৩ ফোঁটা লবঙ্গের তেল দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন সারারাত। দেখবেন সকালে ব্যথা অনেকটাই কমে গেছে।

সূত্র: হেলথলাইন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]