7346

05/16/2024 ভারত-মধ্যপ্রাচ্যে পাচারকালে ২৩ নারী উদ্ধার, গ্রেফতার ১১

ভারত-মধ্যপ্রাচ্যে পাচারকালে ২৩ নারী উদ্ধার, গ্রেফতার ১১

ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২১ ১০:০১

বিদেশে পাচারের উদ্দেশে রাজধানীতে জড়ো করা ২৩ জন নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় নারীপাচার চক্রের অন্যতম হোতাসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর কামরুল।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করা হয়। তারা ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হচ্ছিলেন। এসময় পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যতম হোতাসহ ১১ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে গ্রেফতার পাচারকারীদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব। এ বিষয়ে আগামীকাল (শনিবার) র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]