7333

05/17/2024 পাল্টে গেলো ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠানের নাম!

পাল্টে গেলো ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠানের নাম!

আন্তর্জাতিক ডেস্ক

২৯ অক্টোবর ২০২১ ১৭:৪০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কোম্পানির নাম এখন থেকে মেটা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বার্ষিক কানেক্ট কনফারেন্সের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেটা রাখার ঘোষণা দেন।

অবশ্য ফেসবুক কোম্পানির নাম যে পরিবর্তন হতে যাচ্ছে সেটা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। অবশেষে সেটা বাস্তবায়ন করা হলো। তবে এই নাম বদলের ফলে ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের নাম পরিবর্তন হবে না। সেগুলো আগের নামে আগের মতোই থাকবে। আর এগুলোর মাতৃপ্রতিষ্ঠান হিসেবে আজ থেকে আত্মপ্রকাশ করলো মেটা।

জাকারবার্গ বলেন, ‘আমরা এমন একটি কোম্পানি, যারা মানুষের সঙ্গে মানুষের সংযোগ ঘটাতে নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবন করে থাকি। আমরা একসঙ্গে কাজ করে চূড়ান্তভাবে মানুষকেই প্রযুক্তির কেন্দ্রে নিয়ে আসতে পারি। আর এর মাধ্যমে আমরা একযোগে আরও বৃহত্তর অর্থনীতি গড়ে তোলার দ্বারও উন্মোচন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন যা কিছু করছি, নতুন এই নাম তার প্রতিফলন নয়৷ এখনো পর্যন্ত এটি একটি পণ্যেই সীমাবদ্ধ। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা একটি মেটাভার্স কোম্পানি গড়ে তুলতে সক্ষম হব।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]