7322

09/16/2025 তালিকা পেলে শিশুদের টিকা এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী

তালিকা পেলে শিশুদের টিকা এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর ২০২১ ২৩:২২

শিক্ষা মন্ত্রণালয় থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা পেলে এ মাসেই তাদের টিকাদান শুরু হবে বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ওই তালিকা আইসিটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার গুলশানে এক অনুষ্ঠান শেষে জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, শিশুদের টিকাদান কার্যক্রমের জন্য স্বাস্থ্য বিভাগ ‘প্রস্তুত’।

“স্কুলে যারা যায়, এমন শিক্ষার্থীর সংখ্যা দেড় কোটির বেশি। এদের জন্য তিন কোটি ডোজ টিকা লাগবে। আমাদের হাতে টিকা আছে।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]