7290

05/04/2024 উজবেকিস্তানে যুব ফুটবলে মুখোমুখি হবে বাংলাদেশ-কুয়েত!

উজবেকিস্তানে যুব ফুটবলে মুখোমুখি হবে বাংলাদেশ-কুয়েত!

ক্রীড়া প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২১ ০৬:৫৪

উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের ‘ডি’ গ্রুপের খেলা শুরুর প্রথম দিনেই উজবেকিস্তানের তাসখন্দের জার স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও কুয়েত। খেলা শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এই গ্রুপের খেলা হওয়ার কথা ছিল কুয়েতে। কিন্তু দেশটি শেষ মুহূর্তে আয়োজক হতে অপরাগতা প্রকাশ করলে এএফসি ভেন্যু বদলে খেলা নিয়েছে তাসখন্দে। এই গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও স্বাগতিক কিরগিজস্তান।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোচ মারুফুল হক মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফিফা র‍্যাংকিংয়ে প্রতিপক্ষরা আমাদের চেয়ে এগিয়ে। তবে মাঠে আমরা নামবো জয়ের জন্যই। আমাদের এই দলে জাতীয় দলের ৬ খেলোয়াড় আছেন। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া আমাদের দলটি। প্রথম ম্যাচের প্রতিপক্ষ কুয়েত বেশ শক্তিশালী। আমরা খেলবো জয়ের জন্যই।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]