7100

05/16/2024 ঢাবির অধিভুক্ত সাত কলেজে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

ঢাবির অধিভুক্ত সাত কলেজে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২১ ০৩:০৯

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে সশরীরে শিক্ষাদান। এত দিন বন্ধ থাকার পর ২১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সশরীরে ক্লাস।

রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত ৭ কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, ২১ অক্টোবর থেকে সাত কলেজে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। অধ্যক্ষদের সঙ্গে আলোচনা হয়েছে আমার। আমরা ক্লাস শুরু করতে প্রস্তুত।

এদিকে সশরীরে ক্লাস শুরু করতে ইতোমধ্যে ঢাকা কলেজ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। শিগগিরই অন্য কলেজগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

বর্তমানে সাত কলেজে স্নাতকের অন্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে। তাই এখন স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের ক্লাস শুরু হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]