7070

11/01/2025 দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত‌্যু

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত‌্যু

ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর ২০২১ ২৩:৫৭

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৭৫২ জন।

১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৪৪২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১.৮৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫.৫৩ শতাংশ। সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৭৭ শতাংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]