7062

08/02/2025 বর্ষীয়ান অভিনেত্রী ফারুক জাফর আর নেই

বর্ষীয়ান অভিনেত্রী ফারুক জাফর আর নেই

বিনোদন ডেস্ক

১৬ অক্টোবর ২০২১ ১৯:১৯

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ফারুক জাফর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ অক্টোবর) লখনৌতে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার নাতি শাহ আহমেদ সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, ‘আমার দাদি সকাল ৭ টার সময় তার গোমতী নগরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার আয়িসবাঘ কবরস্থানে তাকে দাফন করা হবে।’

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার ‘গুলাবো সিতাবো’ সিনেমাতে ফাতিমা বেগম চরিত্রে সর্বশেষ অভিনয় করেন তিনি। এই সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেত্রীর পুরষ্কার জেতেন এই অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]