6994

01/11/2026 মহাঅষ্টমী আজ, হচ্ছে না কুমারী পূজা!

মহাঅষ্টমী আজ, হচ্ছে না কুমারী পূজা!

ধর্ম ডেস্ক

১৩ অক্টোবর ২০২১ ১৬:৪৬

মহাসপ্তমীর পর আজ মহাঅষ্টমী। মহাসপ্তমীতে দুর্গতিনাশিনী মা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। দেওয়া হয়েছে পূজার প্রথম অঞ্জলি।

বুধবার (১৩ অক্টোবর) অষ্টমীর দিন সকালে প্রতিবছরের মতো এবারো রয়েছে মায়ের চরণে ভক্তদের পুষ্পাঞ্জলির অনুষ্ঠান। রয়েছে সন্ধিপূজা। মহাষ্টমীর মূল আকর্ষণ ঢাকার রামকৃষ্ণ মিশনসহ অন্যান্য স্থানের কুমারীপূজা। তবে মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের মতন এবারও কুমারী পূজা হবে না।

আগামীকাল (বৃহস্পতিবার) সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। আর শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]