6981

01/29/2026 ইরাকে শীর্ষ আইএস নেতা সামি গ্রেপ্তার

ইরাকে শীর্ষ আইএস নেতা সামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০২১ ১৯:৪৪

ইরাকে শীর্ষ আইএস নেতা সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির প্রধানমন্ত্রীগণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি এক টুইটবার্তায় বলেন, আইএস নেতা আবু বকর আল-বাগদাদির সেকেন্ড ইন কমান্ড এবং জঙ্গি সংগঠনটির অর্থ বিভাগের প্রধান এই গ্রেফতারকৃত জসিম। খবর আনাদোলুর।

ইরাকের গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে দেশটির জাতীয় নির্বাচনের সময় তাকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে। তাকে দীর্ঘদিন ধরে ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা খুঁজছিলেন।

এমনকি ২০১৯ সালে তার সন্ধানদাতাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে ইরাকে অবস্থানকারী মার্কিন বাহিনী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]