6966

05/02/2024 অনৈতিকভাবে পেঁয়াজের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

অনৈতিকভাবে পেঁয়াজের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক

১১ অক্টোবর ২০২১ ২৩:০১

‘দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। অনৈতিকভাবে পেঁয়াজের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের মজুদ ও সরবরাহ স্বাভাবিক আছে। মজুদ আছে দেশীয় প্রায় ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৩০ টাকা কেজি দরে ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে। আগামী এক মাসের মধ্যে গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ বাজারে আসবে।’

তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় বাজার অভিযান জোরদার করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসন মাঠ পর্যায়ে বাজার তদারকি বাড়িয়েছে। ব্যবসায়ীদের আন্তরিকতা ও সততার সঙ্গে ব্যবসা করতে হবে। পেঁয়াজের সরবরাহ, মজুদ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। পেঁয়াজ নিয়ে কোনো ধরনের কারসাজি করা হলে বা কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]