6958

05/17/2024 পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক হামলায় টিভি সাংবাদিক নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক হামলায় টিভি সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০২১ ২০:০৮

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে হামলার ঘটনায় শহীদ জেহরি নামের এক টিভি সাংবাদিক নিহত হয়েছেন। ঐই সাংবাদিককে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার (১০ অক্টোবর) রাতে ওই হামলার ঘটনা ঘটেছে।

ইউনুস রাজা নামের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, হাব শহরের প্রধান একটি সড়কে স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে শহীদ জেহরির ওপর হামলা চালানো হয়। তাকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় জ্যাম গুলাম খান হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে করাচিতে পাঠানো হয়। করাচির প্রধান সরকারি হাসপাতালে পৌঁছানোর কিছু সময় পরই শহীদ জেহরিকে মৃত ঘোষণা করা হয়।

ওই কর্মকর্তা আরও বলেন, সম্ভবত জেহরির গাড়ির ড্রাইভিং সিটের নিচে একটি ম্যাগনেটিক ডিভাইস লাগানো হয়েছিল। সেটা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে জাতিগত বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেন। তারা দাবি করে জেহরি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হয়ে কাজ করছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]