6950

05/12/2024 পূজায় সজাগ আছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

পূজায় সজাগ আছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২১ ০৫:০৫

‘শারদীয় দুর্গাপূজায় নাশকতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে। তবে, এজন্য সবার সহযোগিতা দরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দেশে এবার প্রায় ৫০০ প্রতিমা তৈরি হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি। আশা করছি, সবকিছু সুন্দরভাবে শেষ হবে। শান্তিপূর্ণ পূজার উৎসবে কেউ যেন নাশকতা করতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও তৎপর আছে।’

তিনি বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—এখানে ধর্ম পালনে কোনো বাধা নেই। সবাই সব ধর্ম পালন করবে। শুধু ধর্মীয় নয়, যেকোনো উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। তাদের চোখ- কান খোলা আছে। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম করতে দেবে না তারা। তবে, এজন্য পূজা উদযাপন কমিটিসহ সর্বস্তরের জনগণকে তৎপর থাকতে হবে। আশা করছি, পুরো সময়েই নিরাপদ-নির্বিঘ্নে পূজা উদযাপন হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]