6923

05/18/2024 ফরিদপুরে মা ইলিশ নিধনের অপরাধে ৫৩ জনকে সাজা

ফরিদপুরে মা ইলিশ নিধনের অপরাধে ৫৩ জনকে সাজা

ফরিদপুর থেকে

৯ অক্টোবর ২০২১ ২৩:৫৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ৫৩ জেলেকে আটক করেছে ভ্রম্যমান আদালত। এসময় জেলেদের হেফাজত হতে ৯০ মিটার জাল উদ্ধার করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সম্মিলিতভাবে শুক্রবার (৭ অক্টোবর) গভীর রাত হতে (৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে এ অভিযান পরিচালনা করে।

শনিবার (৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ৮ জেলেকে ২ মাসের ও বাকিদের ১৮৬০/১৮৮ ধারায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সময়নিউজকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করায় জেলেদের সাজা দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর আইন গ্রহণ করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]