6912

05/18/2024 সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ১০

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

৯ অক্টোবর ২০২১ ১৭:২২

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজানের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে শনিবার (৯ অক্টোবর) ভোরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। খবর- রয়টার্স।

হামলায় আহতদের মধ‌্যে ৬ জন সৌদি ভ্রমণকারীসহ দেশটির বিমানবন্দরের কর্মী রয়েছেন। এছাড়া, আহত ৪ জনের মধ‌্যে ৩ জন বাংলাদেশের বিমান কর্মী ও একজন সুদানের।

সৌদি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বলেছেন, ইয়েমেন থেকে উৎক্ষেপিত বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ দুটি লাদেন ড্রোন ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, ‘সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাযানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া দুটি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন।তবে এখন পর্যন্ত বিমানবন্দরে হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]