6894

05/20/2024 চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান, ২৯ ড্রেজার-বাল্কহেড জব্দ

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান, ২৯ ড্রেজার-বাল্কহেড জব্দ

চাঁদপুর থেকে

৮ অক্টোবর ২০২১ ১৬:১৩

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনভর অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) বদরুল হাসান লিটনের নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১৭ টি বাল্কহেড ও ১২টি ড্রেজার জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ ড্রেজার ও বাল্কহেড মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ মামলায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) বদরুল হাসান লিটন সংবাদমাধ্যমকে জানান, দেশব্যাপী অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার নৌ-পুলিশ, কোস্টগার্ড ও র‍্যাবের সহায়তায় অভিযান চালানো হয়।

অভিযানে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]