6833

11/01/2025 হবিগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

হবিগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

হবিগঞ্জ থেকে

৫ অক্টোবর ২০২১ ১৭:৪৯

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চুনারুঘাট-সাতছড়িগামী রাস্তার ফুড ব্যাজ নামক রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ সুজন রাজবংশী নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

বসু দত্ত চাকমা জানান, রোববার (৩ অক্টোবর) রাত ১টার দিকে র‌্যাব সদস্যরা চুনারুঘাট উপজেলার চুনারুঘাট-সাতছড়িগামী রাস্তার ফুড ব্যাজ নামক রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় ৩০ কেজি গাঁজা, একটি মোবাইল, একটি সিমকার্ড, একটি মেমরীকার্ড, নগদ টাকাসহ সুজন রাজবংশীকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা দিয়ে সুজন রাজবংশীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]