681

05/19/2024 শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন আমলকী খান

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন আমলকী খান

লাইফস্টাইল ডেস্ক

৫ জুন ২০২০ ১৯:০৭

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে নজর দিতে হবে ভিটামিন-সি জাতীয় খাবারের দিকে। প্রতিদিন ভিটামিন সি'সমৃদ্ধ ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীর সুস্থ রাখবে।

দেশি ফল আমলকী হচ্ছে ভিটামিন সি'র ভালো উৎস। প্রতিদিন আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শরীরের যে কোনো সংক্রমণ রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে।

আমলকীর পুষ্টিগুণ-

১. আমলকী চিবিয়ে অথবা রস করে খেলে সর্দি, কাশি ও গলাব্যথা দূর করে। এ ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. আমলকী হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক করে।

৩. এই ফল ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এবং কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে।

৪. ডায়াবেটিস, ক্যান্সার, প্রদাহ এবং কিডনি-রোগ নিয়ন্ত্রণে আমলকী খুব উপকারী।

৫. রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে।

৬. নিয়মিত খেলে লিভারের কর্মক্ষমতা বাড়ে এবং হজম ক্ষমতা ও খাওয়ার রুচি বাড়ে।

৭. রক্তস্বল্পতা দূর করতেও সহায়তা করে আমলকী।

৮. আমলকীতে রয়েছে অ্যান্টিঅ্যাজিং উপাদান, যা ত্বকের বয়স ধরে রাখতে সহায়তা করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]