6795

05/17/2024 ব্রাজিলের প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বিক্ষোভ

ব্রাজিলের প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বিক্ষোভ

আর্ন্তজাতিক ডেস্ক

৩ অক্টোবর ২০২১ ২০:২৮

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অপসারণের দাবিতে ১৬০টির বেশি শহরের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভে জাইর বলসোনারোর অপসারণের দাবি জানানো হয়েছে। দেশটির পরবর্তী নির্বাচনের ঠিক এক বছর আগে বিভিন্ন বিরোধী দল এবং ট্রেড ইউনিয়ন এই বিক্ষোভ পরিচালনা করেছে।

জরিপে দেখা গেছে, জনসমর্থনে পিছিয়ে পড়েছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। অ্যাটলাস ইন্সটিটিউটের ওই জরিপে দেখানো হয়েছে, দেশ পরিচালনায় জাইর বলসোনারোর সরকারের সক্ষমতা খারাপ কিংবা খুব খারাপ মনে করেন ৬১% নাগরিক।

এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে জাইর বলসোনারো যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন তার সরকারের কর্মক্ষমতা খারাপ মনে করতেন মাত্র ২৩% নাগরিক। সূত্র: বিবিসি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]