6680

05/01/2025 সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই

সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৪

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক হামিদুজ্জামান রবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

তার ছেলে সাকিব প্রত্যয় রাতে বাসসকে জানান, বাবার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর শংকরে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি সন্ধ্যায় মারা যান।

রবির মৃত্যুতে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ হামিদুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]