6653

10/31/2025 তুরস্কে বাংলাদেশিসহ ২৫৪ জন অভিবাসন প্রত্যাশী আটক

তুরস্কে বাংলাদেশিসহ ২৫৪ জন অভিবাসন প্রত্যাশী আটক

আর্ন্তজাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৭

অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় তুরস্কে বাংলাদেশিসহ ২৫৪ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, অনিয়মিত অভিবাসীরা এজিয়ান সাগরে নোঙ্গর করা একটি জাহাজে উঠছে বলে খবর পায় পশ্চিম মুগলা প্রদেশের ফেথিয়ে জেলার স্থানীয় একটি বাহিনী। তারা বিষয়টি কোস্টগার্ডকে জানায়।

পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করে প্রাদেশিক অভিবাসন অফিসে পাঠায়। মানবপাচারের এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক রয়েছে। তবে কোন দেশের কতজন নাগরিক রয়েছে তা জানা যায়নি তুর্কি কর্মকর্তারা। অভিবাসীদের স্রোত ঠেকাতে ইতোমধ্যে দেশটির সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]