6647

11/23/2025 সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত‌্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত‌্যু

বিশেষ প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৯

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৪১৪ জন।

২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৯৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪.৪১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬.১৩ শতাংশ। সুস্থতার হার ৯৭.৪৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৭৭ শতাংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]