657

05/17/2024 অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো অব্যাহত রাখবে মালয়েশিয়া

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো অব্যাহত রাখবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে ২০২০ ০০:৪৮

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আটকে আবারও ব্যাপক ধরপাকড়ে যাচ্ছে অভিবাসন বিভাগ। এ ছাড়া জেলে বন্দী অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সেদেশের সিনিয়র সিকিউরিটি মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে অবৈধ অভিবাসীদের মধ্যে। তাই অবৈধ অভিবাসীদের আটকে অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন জেলখানায় বন্দী অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে যেসব অভিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে। আগামী জুন থেকে বিদেশীরাও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে তবে তাদের হোম কোয়ারেন্টাইনের জন্য মালয় রিংগিত ২১০০ (৪০ হাজার ৫০০ টাকা) দিতে হবে। তাহলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, তিনটি ডিটেনশন ক্যাম্পে বিদেশি অভিবাসীদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২’শর বেশি। যার মধ্যে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ৫১ জন। এ ছাড়াও ২ হাজারের বেশি অভিবাসীদের রিপোর্ট এখনো হাতে আসেনি। যার কারণে ওই তিনটি ডিটেনশন ক্যাম্পে কর্মরত ইমিগ্রেশন অফিসারদের করোনা ঝুঁকি থাকায় তাদেরও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]