652

05/21/2024 করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক

করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক

অর্থনীতি ডেস্ক

২৮ মে ২০২০ ১৬:৪১

কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে।বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।মারা যাওয়া কর্মকর্তা নাম আশরাফ আলী।তিনি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী জানান, বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা মারা গেলেন। এর আগে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৭ জন ব্যাংকার করোনায় মারা যান। এছাড়া একজন ব্যাংক পরিচালকও করোনায় মারা গেছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত করোনায় প্রায় ৬০ জন ব্যাংকার আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কর্মকর্তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]