650

05/16/2024 করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২৮, নতুন আক্রান্ত ১৫৩২ জন

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২৮, নতুন আক্রান্ত ১৫৩২ জন

নিজস্ব প্রতিবেদক

২৪ মে ২০২০ ২১:২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৮০জনের। এছাড়া ৮হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে নতুন শনাক্ত হয়েছেন ১৫৩২জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে।

রবিবার (২৪ মে) দুপুরে রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন যুক্ত হয়ে এ তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত সর্বমোট ২ লাখ ৪৩ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৪৭টি ল্যাবের নমুনা সংগ্রহ ও পরীক্ষার ফলাফল থেকে দেখা যায়, এগুলোতে সর্বমোট ৯হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৩২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮০জনে। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় আরো ৪১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯১০ জন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা আক্তার সবাইকে এ সময় কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]