611

05/11/2024 পেটে ও গাড়ির ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

পেটে ও গাড়ির ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২০ ০১:৫৯

রাজধানীতে দুই মাদক কারবারির পেট তল্লাশি করে ও গাড়ির তেলের ট্যাঙ্কি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের আটক করা হয়। তারা হলো- মাদক কারবারি মাসুদ মৃধা (৩২) ও মো. নূর মিয়া (৪০)।

র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর দারুস সালামের গাবতলীতে মেসার্স মোহনা ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে বিভিন্ন গাড়ি তল্লাশি করছিল র‌্যাবের টিমের সদস্যরা। এ সময় একটি গাড়িতে থাকা দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় একজনের পেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় আরও ৮ হাজার পিস ইয়াবা গাড়ির তেলের ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে রাখা হয়েছে। পরে সেই ট্যাঙ্কি খুলে দেখা যায় সেখানে ইয়াবাগুলো বিশেষ কায়দায় রাখা হয়েছে। তারা পিকআপভ্যানে করে এভাবে দীর্ঘদিন থেকে এ ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]