5706

05/04/2025 তালেবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আসামে গ্রেফতার ১৪

তালেবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আসামে গ্রেফতার ১৪

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট ২০২১ ১৫:৫৯

তালেবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার অভিযোগে ভারতের আসামে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত পরশু শুক্রবার রাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি গতকাল শনিবার প্রকাশ্যে এনেছে আসাম পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, ইউএপিএ, সাইবার ক্রাইম এবং ভারতীয় ফৌজদারি আইনের নানা ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে। তালেবান যোদ্ধাদের পক্ষে কিছু না লিখতে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরও তাদের সমর্থনে নানা ধরনের পোস্ট তারা সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছিল।

রাজ্যের কামরূপ মেট্রোপলিটন, বারপেটা, ধুবরি, করিমগঞ্জ, দারাং, কাছার, হাইলাকান্দি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া এবং হাজোই এই ১৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ডিআইজি ভায়োলেট বড়ুয়া একটি টুইটও করেছেন। যারা তালেবানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‌আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]