56

04/25/2024 সাংবাদিক আরিফুলের মুক্তির দাবি বিএনপি মহাসচিবের

সাংবাদিক আরিফুলের মুক্তির দাবি বিএনপি মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২০ ১৬:৫৭

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে মোবাইল কোর্টে সাজা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে দলটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাদণ্ডের আদেশ প্রদান বর্তমান সরকারের নানাবিধ অপকর্মেরই ধারাবাহিকতা। আরিফুল ইসলাম নিঃসন্দেহে প্রতিহিংসার শিকার। আমি অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে বর্তমানে আইনের শাসন নয় বরং এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন বলবৎ রয়েছে। জনগণ নয় বরং বন্দুকের নল ও শাসকগোষ্ঠীর মদদপুষ্ট সন্ত্রাসীদের দিয়ে দেশকে জুলুমের নগরীতে রূপান্তরের মাধ্যমে আজীবন রাষ্ট্রক্ষমতা দখলে রাখার মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পথে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকে ক্ষমতায় থাকার চাবিকাঠি জ্ঞান করছে বর্তমান সরকার। সাংবাদিকদেরও এ ক্ষেত্রে ছাড় দেয়া হচ্ছে না।

সরকার কিংবা প্রশাসনের কর্তাব্যক্তিদের স্বার্থপরিপন্থী সমালোচনা হলেই কাউকে রেহাই দেয়া হচ্ছে না। মনে হয় আমরা যেন মগের মুল্লুকে বাস করছি। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাদণ্ডের আদেশ প্রদান বর্তমান সরকারের নানাবিধ অপকর্মেরই ধারাবাহিকতা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আরিফুল ইসলাম নিঃসন্দেহে প্রতিহিংসার শিকার। আমি অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের অসত্য মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]