5556

05/15/2024 জয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ

জয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

৯ আগস্ট ২০২১ ১৬:১৮

অনেক আলোচনা, রোমাঞ্চকর ক্রিকেটীয় লড়াইয়ের পর পাঁচ ম্যাচের সিরিজ এখন শেষের দুয়ারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হোম কন্ডিশনের পূর্ণ ব্যবহার করে এ সিরিজে অনেক অর্জন পেয়েছে বাংলাদেশ দল। টানা তিন ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। চতুর্থ ম্যাচটা হেরে যাওয়ায় হোয়াইটওয়াশের আশা ফিকে হয়ে গেছে। তবে জয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ।

আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজের শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে বাংলাদেশ দল। বিসিবি সূত্রে জানা গেছে, একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, পরিবর্তন আসবে একাদশে।

সিরিজ জিতে যাওয়ায় নির্ভার বাংলাদেশ দল। টানা চারটি ম্যাচেই একই একাদশ খেলিয়েছে বাংলাদেশ। ম্যাচ খেলার সুযোগই পাননি তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুনরা। আজ তাদের দেখা যেতে পারে একাদশে। বিশেষ করে টপঅর্ডারে সৌম্য সরকার, নাঈম শেখের ব্যর্থতার কারণে পরিবর্তনের দিকে যেতেই হতো টিম ম্যানেজমেন্টকে।

একাদশে পরিবর্তন আনলেও শেষ ম্যাচে জয় চায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হারা স্বাগতিকদের টার্গেট ব্যাটিংয়ে উন্নতি আনা। কারণ সিরিজ জুড়েই বাংলাদেশের বোলিং ছিল দুর্দান্ত।

এদিকে আজ ম্যাচ খেলেই রাত ১টায় চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশের ক্রিকেটাররাও ছুটি পাবেন। কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাবেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজের আগে আবারও ফেরার কথা রয়েছে বাঁহাতি এ অলরাউন্ডারের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]